নিখোঁজ ভারতীয় যুবক তিন বছর পর উদ্ধার ঢাকায়

ভারত থেকে বাংলাদেশে এসে তিন বছর আগে নিখোঁজ হওয়া এক যুবককে ঢাকায় উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2021, 01:34 PM
Updated : 4 August 2021, 01:34 PM

সিআইডির একটি বিশেষ দল বুধবার আশুলিয়ার উত্তর চারাবাগ এলাকা থেকে তাকে উদ্ধার করে।

সুশান্ত বর্মন (২৮) নামের এই যুবক ভারতের দক্ষিণ দিনাজপুরের হিলি থানার শ্রীরামপুর গ্রামের মিনা বর্মনের ছেলে।

তবে সুশান্ত বর্মন অপহরণের শিকার হয়েছিলেন নাকি আত্মগোপন করেছিলেন তা তদন্তের পর জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

দিনাজপুর সিআইডির বিশেষ পুলিশ সুপার পঙ্কজ কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিনা বর্মন বাংলাদেশে এসে ২০১৮ সালের জুলাই মাসে দিনাজপুরের আদালতে অভিযোগ করেন যে তার ছেলে সুশান্ত বর্মনকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা থেকে অপহরণ করা হয়েছে।

সুশান্ত বর্মন ওই সময় তার পিসার বাড়ি ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়।

পঙ্কজ কুমার রায় আরও জানান, দিনাজপুর আদালতে করা ওই মামলার তদন্ত ভার সিআইডির উপর দেওয়া হয়। সিআইডি তিন বছর পর সুশান্তকে আশুলিয়ার উত্তর চারাবাগ এলাকা থেকে উদ্ধার করে।

সিআইডি কর্মকর্তা বলেন, “সুশান্ত ইব্রাহিম নাম ধারণ করে ঢাকায় আত্মগোপন করে ছিল। সে ভারত থেকে স্বেচ্ছায় চলে এসেছে নাকি অপহরণের শিকার এ বিষয়ে জিজ্ঞাসাবাদসহ তদন্ত চলছে।”