রংপুরে কোভিডে আরও ১৪ প্রাণহানি, শনাক্ত ৫৫৭

রংপুর বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরও ১৪ জনের প্রাণহানি হয়েছে; সংক্রমণ শনাক্ত হয়েছে ৫৫৭ জনের।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2021, 12:10 PM
Updated : 4 August 2021, 01:00 PM

বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল ৮টা থেকে

বুধবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। পাশাপাশি এ সময়ে এক হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৫৭ জনের কোভিড শনাক্ত হয়েছে।

মৃতদের মধ্যে রংপুরের চার জন, দিনাজপুরের তিন জন, ঠাকুরগাঁওয়ের তিন জন, নীলফামারীতে দুই জন, কুড়িগ্রামে দুই জন করে রয়েছেন।

এই ১৪ জনসহ করোনাভাইরাস আক্রান্ত হয়ে রংপুর বিভাগে এ পর্যন্ত ৯৭৮ জন মারা গেছে।

শনাক্তদের মধ্যে দিনাজপুরের ৫৫ জন, রংপুরের ১৬৯ জন, নীলফামারীর ৬২ জন, পঞ্চগড়ের ৫৯ জন, কুড়িগ্রামের ৮৩ জন, গাইবান্ধার ৪৪ জন, ঠাকুরগাঁওয়ের ৫৯ জন ও লালমনিরহাটের ২৬ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হার ৩২ দশমিক ৭ শতাংশ।

স্বাস্থ্য বিভাগ জানায়, বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৪৬ হাজার ৪৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে ১২ হাজার ৯৮০ জন, রংপুরে ১০ হাজার ৩৭১ জন, ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৩০২ জন, গাইবান্ধায় ৩ হাজার ৯৯৫ জন, নীলফামারীতে ৩ হাজার ৮০৩ জন, কুড়িগ্রামে ৩ হাজার ৭৮৩ জন, লালমনিরহাটে ২ হাজার ৩২৭ জন এবং পঞ্চগড়ে ২ হাজার ৯২৫ জন রয়েছেন।

রংপুর বিভাগে করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত ২ লাখ ২২ হাজার ৮৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়।