ময়মনসিংহ মেডিকেলে কোভিডে ১০ মৃত্যু, উপসর্গ নিয়ে আরও ১২

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ কোভিড রোগীর মৃত্যু হয়েছে; তাছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১২ জন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2021, 05:09 AM
Updated : 4 August 2021, 05:09 AM

বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তারা মারা যায় বলে জানান হাসপাতালের চিকিৎসক মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, কোভিডে ও উপসর্গ নিয়ে মৃত ২২ জনের ১৭ জনই ময়মনসিংহ জেলার। তাছাড়া নেত্রকোনার তিনজন ও টাঙ্গাইলের দুইজন রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের কোভিড ইউনিটে নতুন করে ১০০ জনকে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে কোভিড ইউনিটে রোগী ছিল ৫৫৩ জন। তাদের মধ্যে আইসিউতে ছিল ২২ জন। একই সময়ে সুস্থ হয়েছে ৮৩ জন।

সংক্রমণের হার সম্পর্কে জেলার সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, মঙ্গলবার এক হাজার ৪৭৬ জনের পরীক্ষায় আরও ৩৮০ জনের কোভিড শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হল ১৬ হাজার ৩৭৫ জন। সুস্থ হয়েছে ১১ হাজার ৮৮১ জন।