সাগর মোহনায় ইঞ্জিন বিকল, যাত্রী নিয়ে ভাসছে দুই ট্রলার

কক্সবাজারের টেকনাফে-সেন্টমার্টিন নৌরুটে ইঞ্জিন বিকল হয়ে যাত্রীসহ ভাসছে দুইটি ট্রলার।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2021, 05:25 PM
Updated : 3 August 2021, 05:25 PM

মঙ্গলবার রাত ৯টার দিকে নাফ নদীর টেকনাফ-সেনটমার্টিন নৌরুটের  সাগর মোহনা সংলগ্ন গোলারচর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী জানিয়েছেন।

সন্ধ্যায় যাত্রী নিয়ে সেন্টমার্টিন থেকে একটি এবং টেকনাফ থেকে একটি ট্রলার রওনা দেয়। উভয় দিক থেকে আসা ট্রলার দুইটি নাফ নদীর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের সাগর মোহনা সংলগ্ন গোলারচর এলাকায় পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে যাত্রী নিয়ে ট্রলার দুইটি ভাসতে থাকে বলেন তিনি।

“রাত ১০টার দিকে প্রশাসনের কাছে ট্রলার দুইটি আটকা পড়ার খবর আসে। প্রতিটি ট্রলারে অন্তত ২০ জন করে ৪০ জন যাত্রী রয়েছে। এ খবর পাওয়ার পর তাৎক্ষণিক ট্রলার দু’টি উদ্ধারে কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।”

কোস্টগার্ড সদস্যরা রাত পৌনে ১১টার দিকে দুইটি উদ্ধার জাহাজ নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানান ইউএনও।