কোভিড: গাজীপুরে মৃত্যু আরও ৭, শনাক্তের হার ৭৩ শতাংশ

গাজীপুরে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এক দিনে আরও সাত জনের প্রাণহানি হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2021, 04:43 PM
Updated : 3 August 2021, 04:43 PM

মঙ্গলবার জেলার সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় ১৩১ জনের নমুনা পরীক্ষায় ৯৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সেই হিসাবে সংক্রমণ শনাক্তের হার ৭৩.২৮ শতাংশ।

“এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাত জন। এদের নিয়ে জেলায় করোনায় মোট মারা গেছে ৩৫১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৪ হাজার ৮৪২ জন।”

নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সদরে ৩৫ জন, কালীগঞ্জে ১৩ জন, কালিয়াকৈরে ১৯ জন, কাপাসিয়ায় ১৫ জন ও শ্রীপুরে ১৪ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় এক লাখ ছয় হাজার ৭৪৬ জনের নমুনা পরীক্ষায় ১৯ হাজার ১৮৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন সদর উপজেলায় ১১ হাজার ৭৪২ জন, কালীগঞ্জে এক হাজার ৪০৩ জন, কালিয়াকৈরে এক হাজার ৯৫৫ জন, কাপাসিয়ায় এক হাজার ৬১৭ জন, শ্রীপুরে দুই হাজার ৪৬৯ জন।