হাসেম ফুডসে আগুনে পোড়া ২৪ লাশ হস্তান্তর বুধবার

নারায়ণগঞ্জে হাসেম ফুড কারখানায় আগুনে পুড়ে মৃতদের ২৪ লাশ বুধবার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2021, 03:11 PM
Updated : 3 August 2021, 07:00 PM

বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত থেকে লাশ গ্রহণের জন্য স্বজনদের মোবাইলফোনে অবহিত করা হয়েছে বলে জানান মামলার তদন্তকারী সংস্থা সিআইডি।

সিআইডি নারায়ণগঞ্জ অফিসের সহকারী পুলিশ সুপার হারুন অর রশীদ জানান, ৪৮টি লাশের মধ্যে ডিএনএ নমুনা পরীক্ষায় প্রোফাইল ম্যাচিং হয়েছে ৪৫ জনের। অপর তিনজনের ডিএনএ প্রোফাইল ম্যাচিংয়ের কাজ চলছে।

বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে নিহতদের স্বজনদের কাছে ৪৮ জনের মধ্যে ২৪ জনের লাশ হস্তান্তর করা হবে। মর্গ থেকে লাশ গ্রহণের জন্য নিহতের পরিবারের স্বজনদেরকে ফোনে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

পর্যায়ক্রমে অন্য লাশগুলো হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

তথ্য সূত্র: মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা

যাদের লাশ হস্তান্তর করা হবে

ক্রম   

 

মৃতের নাম                    

পরিচয়                        

ঠিকানা

১.

নুসরাত জাহান টুকটুকি       

হাসানুজ্জামান সরকারের ছেলে

গাইবান্ধা

২.     

মিতু আক্তার

বেলাল হোসেনের মেয়ে

নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)

৩.

ফিরোজা(৩৬)         

জায়েদ মিয়ার স্ত্রী              

,,

৪.     

হিমা আক্তার

কবির মিয়ার মেয়ে    

নেত্রকোনা

৫.

তাকিয়া আক্তার       

আজমত আলীর মেয়ে 

,, (খালিয়াঝুড়ি)

৬.

মোহাম্মদ আলী               

শাহাদাৎ খানের ছেলে 

পাবনার (সুজানগর)

৭.

নাজমা খাতুন

নয়ন মিয়ার মেয়ে

বগুড়া জেলার সারিয়াকান্দি

৮.    

ইশরাত জাহান        

আব্দুল মান্নানের মেয়ে

হবিগঞ্জ (লাখাই)

৯.     

রাকিব হোসেন(১৫)   

কবির হোসেনের ছেলে

ভোলা (চরফ্যাশন)

১০.

রিয়া আক্তার (৩০)

জসিম উদ্দিনের মেয়ে

নরসিংদী (শিবপুর)

১১.

নাজমা বেগম (৩৫)   

 

ঢাকা (ডেমরা)

১২.

রিপন মিয়া (১৮)     

লিলি বেগমের ছেলে  

গাজীপুর (জয়দেবপুর)

১৩.

মো. আয়াত হোসেন (১৯)

এনায়েত হোসেনের ছেলে

নোয়াখালী

১৪.   

রাশেদ (২৫)  

আবুল কাশেমের ছেলে

,, (হাতিয়া)

১৫.   

তারেক জিয়া (১৫)    

আবুল বাশারের ছেলে

,,

১৬.

নাঈম ইসলাম         

তাহের উদ্দিনের ছেলে

(করিমগঞ্জ) কিশোরগঞ্জ

১৭.   

সাগরিকা সায়লা

স্বপন মিয়ার মেয়ে

,,

১৮.

জাহানারা (৩৮)

খোকন মিয়ার স্ত্রী

,,

১৯.   

ফারজানা (১৪)

ঝর্না আক্তারের মেয়ে  

,,

২০.

ফাতেমা আক্তার (১৫)

মো. সুজন মিয়ার মেয়ে

,,

২১.

খাদেজা আক্তার (১৬) 

কাইউম মিয়ার মেয়ে          

কিশোরগঞ্জ (সদর)

২২.

শাহানা আক্তার (১৮) 

নিজাম উদ্দিনের মেয়ে         

,,

২৩.

শাহানা আক্তার (৪৪) 

মাহতাব উদ্দিনের স্ত্রী          

,,

২৪.

মো. মুন্না (১৬)        

গিয়াস উদ্দিনের ছেলে 

,,


এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ২৪ জনের পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে সিআইডি।

হস্তান্তরের সময় লাশ দাফনের জন্য সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এরপর টানা তিন দিন ধরে বাকি লাশগুলো হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

গত ৮ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় সজীব গ্রুপের মালিকানাধীন হাসেম ফুড কারখানায় আগুনে পুড়ে ৫১ জনের মৃত্যু হয়।

ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ৪৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনা তদন্তে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে। নাগরিক সমাজের পক্ষ থেকেও আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

আগুনে পুড়ে মৃত্যুর ঘটনায় দু’দিন পর ১০ জুলাই রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন বাদী হয়ে কারখানা মালিক আবুল হাসেমসহ এবং তার চার ছেলেসহ ৮ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

ওই দিনই পুলিশ কারখানার মালিকসহ ৮ জনকে গ্রেপ্তার করে। পুলিশ তাদেরকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ১৮ জুলাই আদালতে হাজির করা হলে কারখানার মালিক আবুল হাসেমসহ ৬ জনকে কারাগারে প্রেরণ করে এবং আবুল হাসেমের দুই ছেলের জামিন মঞ্জুর করে।

পুলিশ হেডকোয়ার্টাসের নির্দেশে মামলাটির তদন্ত ভার গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানান।

গত ১৯ জুলাই জেলা ও দায়রা জজ আদালত থেকে কারখানার মালিক আবুল হাসেম ও তার দুই ছেলের জামিন মঞ্জুর হয়।

বর্তমানে কারাগারে কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহান শাহ, উপ-মহাব্যবস্থাপক মামুনুর রশিদ, সিভিল ইঞ্জিনিয়ার ও প্রশাসনিক কর্মকর্তা সালাহ উদ্দিন কারাগারে আটক আছেন।

মামলার তদন্তকারী সংস্থা সিআইডির আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে আদালত আগামী ৮ অগাস্ট শুনানির দিন ধার্য্য করেন।