শেরপুরে বিএনপির ‘করোনা হেল্প সেল’, পুলিশের তাড়ায় অনুষ্ঠান সংক্ষিপ্ত

শেরপুরে বিএনপির আয়োজনে ‘করোনা হেল্প সেল’ উদ্বোধন করা হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2021, 12:49 PM
Updated : 3 August 2021, 12:49 PM

মঙ্গলবার দুপুরে শহরের রঘুনাথ বাজারে জেলা বিএনপি কার্যালয়ে জুম মিটিংয়ে এই হেল্প সেল উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

করোনাভাইরাস মহামারীর কারণে জনসমাবেশে নিষেধাজ্ঞা থাকায় পুলিশের পরামর্শে তারা অনুষ্ঠান সংক্ষিপ্ত করে চলে যান।

উদ্বোধন অনুষ্ঠান শেষে বিভিন্ন এলাকার শ্রেণি-পেশার মানুষের মাঝে করোনা-সুরক্ষা স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।

জেলা বিএনপি সভাপতি মাহমুদুল হক রুবেল জানান, এ হেল্প সেল থেকে প্রতিদিন এক জন ডাক্তারের মাধ্যমে স্বাস্থ্য সেবার পাশপাশি প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডারসহ করোনা-সুরক্ষার স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ওষুধ, হ্যান্ড সেনিটাইজার, মাস্ক বিতরণ করা হবে।

বিধিনিষেধের মধ্যে অনেক বিএনপি নেতাকর্মী জড়ো হলে পুলিশের তাড়ায় তড়িঘড়ি করে অনুষ্ঠান শেষ করা হয়েছে।

মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে ভার্চুয়াল জুম মিটিংয়ে দলের কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের  বিভিন্ন স্তরের নেতাকার্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফরমে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও জেলা সাধারণ সম্পাদক হযরত আলী।

শেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) বন্দে আলী বলেন, করোনার এই সময়ে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে বিএনপি কার্যালয়ে দলের অনেক নেতাকর্মী জড়ো হলে পুলিশ তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করতে বলেছে।