কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, ২৩৩ শনাক্ত

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত সাতজনের মত্যু হয়েছে। এছাড়া নতুন ২৩৩ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2021, 09:03 AM
Updated : 3 August 2021, 09:03 AM

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয় বলে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান।

তাদের মধ্যে কোভিড ডেডিকেটেড ঘোষিত ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের হাসপাতালে ছয়জন এবং কুমারখালী উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে একজন চিৎিসাধীন ছিলেন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত মৃত্যুর সংখ্যা ৫৮৩ জনে দাঁড়াল বলে

সিভিল সার্জন জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৫৩৮ জনের নমুনা পরীক্ষা করে ২৩৩ জনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ ধরা পড়েছে। যার শনাক্তের হার প্রায় সাড়ে ৪৩ শতাংশ।

এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বর্তমানে করোনাভাইরাস পজিটিভ ১৮০ জন এবং উপর্সগ নিয়ে ৪৬ জন ভর্তি রয়েছেন বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন জানান।