‘যাত্রীর লাথিতে’ প্রাণ গেল অটোরিকশা চালকের

ঢাকার আশুলিয়ায় ‘ভাড়া নিয়ে বিবাদের’ মধ্যে যাত্রীর লাথিতে এক অটোরিকশা চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ওই যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2021, 01:32 PM
Updated : 2 August 2021, 01:32 PM

সোমবার সকালে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর আঞ্চলিক সড়কের ধনাইদ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত অটোরিকশা চালক আলিম হোসেন (৪০) গাজীপুরের বাগবাড়ি মধ্যপাড়ার জয়নাল মিয়ার ছেলে।

গ্রেপ্তার ফজলুল হক (৩৫) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মোহাম্মদ আব্দুল লতিফের ছেলে। তিনি গাজীপুরের কাশিমপুর এলাকায় বসবাস করেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আশুলিয়া থানার এসআই আলামিন হোসেন বলেন, সকালে আশুলিয়ার নরসিংহপুর বাসস্ট্যান্ড থেকে ধনাইদ ইউসুফ মার্কেটে যাওয়ার জন্য অটোরিকশায় ওঠেন ফজলুল হক।

“ইউসুফ মার্কেট পৌঁছলে চালক আলিম হোসেনের সঙ্গে ভাড়া নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন ফজলুল। এর এক পর্যায়ে অটোরিকশা চালককে লাথি মারেন ফজলুল হক।”

এসআই আলামিন বলেন, তখন আলিম অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা যাত্রী ফজলুলকে আটক করে পুলিশে খবর দেয়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফজলুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।