চাঁদপুরে কর্মহীন ১৩৭ পরিবারে খাদ্য সহায়তা

চাঁদপুরে চলমান লকডাউনে কর্মহীন হওয়া ১৩৭ পরিবারকে প্রধানমন্ত্রীর তরফের খাদ্য সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2021, 09:55 AM
Updated : 2 August 2021, 09:55 AM

সোমবার বেলা ১১টার দিকে চাঁদপুর স্টেডিয়ামে তাদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

সহায়তা পাওয়াদের মধ্যে রয়েছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালক ৭৯ জন, সিএনজি অটোরিকশা চালক ৩৫ জন, ৩৩৩ নম্বরে ফোনে আবেদকারী ২০ জন ও রিকশা চালক তিন জন।

এদের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও সিএনজি অটোরিকশা চালকদের যানবাহন লকডাউনে বিধিনিষেধ না মানায় আটক করা হয়েছে।

সহায়তা সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি ডাল ও এক কেজি লবণ।

উপস্থিত সহায়তা প্রাপ্তদের মধ্যে অটোরিকশা চালক রয়েছেন যাদের যানবাহন আটক করা হয়েছে লকডাউনে সরকারি বিধিনিষেধ না মানায়।

তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, “সরকারি নির্দেশনা অমান্য করায় আপনাদের যানবাহনগুলো আটক করা হয়েছে। কিন্তু আমরা জানি আপনারা দিন এনে দিন খান। লকডাউনের মধ্যে আপনারা কষ্টে আছেন।”

তাদের গাড়ি যতদিন আটক থাকবে ততদিন তাদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহারের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, “লকডাউন শিথিল হলে আপনাদের গাড়িগুলো ছেড়ে দেওয়া হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক দল প্রধান ওমর ফারুক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম, এআরএম জাহিদ হাসান প্রমুখ।