খাগড়াছড়িতে সেনা অভিযানে ভারতীয় ওষুধসহ একজন আটক

খাগড়াছড়িতে সেনাসদস্যদের অভিযানে ভারতীয় ওষুধ ও প্রসাধন সামগ্রীসহ এক ব্যক্তি আটক হয়েছেন।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2021, 05:54 AM
Updated : 2 August 2021, 05:54 AM

জেলার গুইমারা রিজিয়নের মাটিরাঙ্গা ১৪ ফিল্ড রেজিমেন্টের আর্টিলারী জোনের স্টাফ অফিসার মেজর ইউছুপ মোহাম্মদ আব্দুল্লাহ জানান, রোববার রাতে তারা এই অভিযান চালান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র কর ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় ওষুধ ও প্রসাধন সামগ্রী পাচার করে আসছিল। রোববার রাতে গোপন খবর পেয়ে তারা গুইমারা উপজেলার ২ নম্বর বাইল্যাছড়ি রাবার বাগান এলাকায় বীরমোহন ত্রিপুরার বাড়িতে অভিযান চালান।

“সেখান থেকে পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বীরমোহন ত্রিপুরাকে (৫৯) আটক করেন সেনাসদস্যরা। তাছাড়া প্রায় ১০ লাখ টাকার ভারতীয় ওষুধ ও প্রসাধন সামগ্রী উদ্ধার করা হয়।”

উদ্ধারকৃত মালপত্রসহ আটক বীরমোহনকে গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

গুইমারা রিজিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, “চোরা কারবারিদের যেকোনো মূল্যে প্রতিরোধ করা হবে।”