কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে গুলি চালিয়ে একজনকে অপহরণ
কক্সবাজার প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Aug 2021 12:38 AM BdST Updated: 02 Aug 2021 12:38 AM BdST
-
প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পে গুলি করে একজনকে অপহরণ করেছে রোহিঙ্গা দুর্বৃত্তরা।
রোববার রাত সোয়া ৮ টায় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকে এ ঘটনায় একজন আহত হয়েছেও বলে জানিয়েছেন এপিবিএন ১৪ এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক।
প্রাথমিকভাবে এপিবিএন ধারণা করছে, আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের রোহিঙ্গা সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।
অপহৃত আবু সৈয়দ ওরফে আব্দুল্লাহ (৩৮) উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের আলী আহম্মদের ছেলে।
গুলিবিদ্ধ এনামুল হাসান (৩৭) ক্যাম্পটির একই ব্লকের তোফায়েল আহমদের ছেলে।
পুলিশ সুপার নঈমুল হক বলেন, রাতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবু সৈয়দকে অস্ত্রের মুখে বাড়ি থেকে তুলে নিয়ে যায় রোহিঙ্গা সন্ত্রাসী মোহাম্মদ জোবায়ের ওরফে কালা জোবায়ের এর নেতৃত্বে ৫০/৬০ জন অজ্ঞাত দুর্বৃত্ত। এতে বাধা দিলে রোহিঙ্গা দুর্বৃত্তরা এনামুল হাসানকে গুলি করে।
তাকে এপিবিএন সদস্যরা উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় তুর্কি হাসপাতালে ভর্তি করেছে।
তিনি বলেন, "স্থানীয়রা জানিয়েছে, মোহাম্মদ জোবায়ের ও আবু সৈয়দের নেতৃত্বে পৃথক দুইটি রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ ক্যাম্পে সক্রিয় রয়েছে। আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা আবু সৈয়দকে অপহরণ করে নিয়ে যায়। আর গুলিবিদ্ধ এনামুল হাসান রোহিঙ্গা সন্ত্রাসী আবু সৈয়দের সমর্থক।"
অপহৃত রোহিঙ্গাকে উদ্ধারে এপিবিএন রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে বলে জানান পুলিশ সুপার।
-
‘বছরের খোরাকির দুশ্চিন্তায় ঘুম আসে না’
-
ঝড়ে পাওয়া ম্যাকাও পাখিটির স্থান হলো সাফারি পার্কে
-
৪ জেলায় ২৩ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
-
প্রচারে নেমে পোস্টার ছেঁড়া ও মাইক ভাঙচুরের অভিযোগ সাক্কুর
-
রংপুরে ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
-
চুয়াডাঙ্গা-টাঙ্গাইলে ক্লিনিক ও ডায়াগনস্টিক অভিযান, জরিমানা
-
‘প্রেমিকের’ বাড়ির সেপটিক ট্যাংকে মিলল লাশ
-
ইভিএম দেখতে যাচ্ছেন সাক্কু-কায়সারের প্রতিনিধি
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’