বান্দরবানে পাহাড় ধসে এক পরিবারে চারজন আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে একই পরিবারে চার জন আহত হয়েছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2021, 12:55 PM
Updated : 1 August 2021, 12:55 PM

রোববার সকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।

আহতরা হলেন শাহানু আক্তার (৩৬), তার তিন সন্তান মো. রাসেল (১৮), তাসলিমা আক্তার (১৩) এবং পারভেজ (৯)। তারা ঘুমধুম ইউনিয়নের মংজাই পাড়ার বাসিন্দা।

ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর জানান, রোববার সকাল ১১টার দিকে ভারী বৃষ্টির সময় মংজাই পাড়ার বাসিন্দা মোহাম্মদ আলী নামে একজনের বাড়ির উপর পাহাড় ধসে পড়ে। তখন ঘরে থাকা অবস্থায় তাদের একই পরিবারে চার সদস্য মাটি চাপা পড়ে।

স্থানীয় লোকজন এবং বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে পাশের জেলা কক্সবাজারে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক মাটি চাপা পড়া আহতরা শঙ্কামুক্ত মনে করছেন বলে স্থানীয় এ জনপ্রতিনিধি জানান।