রংপুরে কোভিডে আরও ১৮ প্রাণহানি, শনাক্ত ৬৭৯

রংপুর বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরও ১৮ জনের প্রাণহানি হয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2021, 12:06 PM
Updated : 1 August 2021, 12:06 PM

বিকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল ৮টা থেকে

রোববার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।

পাশাপাশি এ সময়ে বিভাগে জনের ২ হাজার ২৪০ জনের নমুনা পরীক্ষা করে ৬৭৯ জনের কোভিড শনাক্ত হয়েছে বলে তিনি জানান।

মৃতদের মধ্যে রংপুরের ছয় জন, ঠাকুরগাঁওয়ের ছয় জন, দিনাজপুরের দুজন এবং নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও গাইবান্ধার একজন করে রয়েছেন।

শনাক্তদের মধ্যে রংপুরের ১৫৬ জন, পঞ্চগড়ের ৬৩, কুড়িগ্রামের ৯০, দিনাজপুরের ৯৪ জন, লালমনিরহাটের ৩৮ জন, গাইবান্ধার ৫১ জন, ঠাকুরগাঁওয়ের ১০৭ জন ও নীলফামারীর ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকালের তুলনায় মৃত্যুও শনাক্ত দুটোই বেড়েছে।

রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত জুলাই মাসে শুধু রংপুর মহানগরসহ আট উপজেলায় করোনা সংক্রমিত ৩ হাজার ৯৮০ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৮৭ জনের। এদের মধ্যে বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছে। তবে আগের তুলনায় এখন তরুণদের মধ্যে সংক্রমণ বেড়েছে। 

বিভাগের আট জেলায় এখন পর্যন্ত এখন পর্যন্ত ৪৪ হাজার ৮৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে ১২ হাজার ৭১৩ জন, রংপুরে ৯ হাজার ৯৬১ জন, ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ১৩৯ জন, গাইবান্ধায় ৩ হাজার ৮৫১ জন, নীলফামারীর ৩ হাজার ৬১৭ জন, কুড়িগ্রামের ৩ হাজার ৫৬২ জন, লালমনিরহাটের ২ হাজার ২৫৩ জন এবং পঞ্চগড়ের ২ হাজার ৭৫৬ জন রয়েছেন।