হবিগঞ্জে একদিনে সর্বোচ্চ ৩ মৃত্যু, শনাক্তে রেকর্ড

হবিগঞ্জে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। 

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2021, 09:54 AM
Updated : 1 August 2021, 09:54 AM

রোববার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান।

মৃতরা হলেন- নাজিম (৪০), আমির চান (৭০) ও জহুরা (৪৫)। তাদের সকলের বাড়ি  হবিগঞ্জ জেলায়।

এদিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে বর্তমানে ২৬ জন করোনাভাইরাস পজেটিভ রোগী  এবং উপসর্গ নিয়ে ৩২ জন ভর্তি রয়েছেন বলে আবাসিক মেডিকেল অফিসার ডা. মুমিন জানান।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৯২ জনের নমুনা পরীক্ষা করে ৩৪৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; যার শনাক্তের হার ৪৩ দশমিক ৯ শতাংশ বলে ডেপুটি সিভিল সার্জন জানান।

তিনি বলেন, “এ যাবত কালের হবিগঞ্জে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এর আগে একদিনে আর এত রোগী শনাক্ত হননি যেমন, তেমনি একদিনে ৩ জন মারাও যায়নি।”

এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৪৩ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫ জন। আর আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে জানান মুখলেছেুর।