ঝালকাঠিতে জমির বিরোধে হাতাহাতিতে একজন নিহত

ঝালকাঠি সদরে জমি নিয়ে বিরোধে প্রতিবেশীর সঙ্গে হাতাহাতিতে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2021, 09:53 AM
Updated : 1 August 2021, 09:53 AM

রোববার সকালে উপজেলার গাভারাচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন হাওলাদার (৫০) এই গ্রামের প্রয়াত তৈয়ব আলী হাওলাদারের ছেলে।

ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন ধরে কৃষি জমি নিয়ে প্রতিবেশী দুই পরিবারের বিরোধ চলে আসছিল। সকালে ওই জমির বীজতলা থেকে ধানের চারা তুলতে গেলে প্রতিপক্ষের সঙ্গে মনির হাওলাদারের মারামারি হয়।

“এতে কিল-ঘুষিতে মনির অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্ততি নিচ্ছে; লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

মনির হোসেন হাওলাদারের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত প্রতিবেশীর নাম জানা যায়নি।