ময়মনসিংহ মেডিকেলের কোভিড ইউনিটে একদিনে ২১ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2021, 05:56 AM
Updated : 1 August 2021, 05:56 AM

হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, মৃতদের মধ্যে নয়জন আক্রান্ত ছিলেন আর বাকি ১২ জন মারা যান উপসর্গ নিয়ে।

মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ১৬ জন, জামালপুরের ২ জন, টাঙ্গাইলের ২ জন ও গাজীপুরের ১ জন রয়েছে।

এদিকে কোভিড ইউনিটে নতুন ৯৪ জনসহ এখন পর্যন্ত ৫২৮ জন ভর্তি রয়েছেন। আর আইসিউতে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন বলে মহিউদ্দিন জানান।

জেলার সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৬ জনের নমুনা পরীক্ষা করে আরও ৩১২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার ২৭ দশমিক ৪৬ শতাংশ।

এছাড়া জেলায় মোট ১৫ হাজার ৫২ জন আক্রান্ত এবং ১২ হাজার ৩৪৩ জন সুস্থ হয়েছেন বলে জানান তিনি।