চাঁদপুর লঞ্চঘাটে ঢাকামুখো মানুষের ঢল

শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে লঞ্চ চলাচলের ঘোষণার পর চাঁদপুর লঞ্চঘাটে ঢাকামুখী যাত্রীদের ঢল নেমেছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2021, 05:20 AM
Updated : 1 August 2021, 05:24 AM

স্বাস্থ্যবিধি মেনে ঘাট থেকে প্রত্যেকটি লঞ্চ ছাড়া হচ্ছে বলে লঞ্চ মালিক কর্তৃপক্ষ জানিয়েছে।

রোববার ভোর সাড়ে ৫ টার রফ রফ-৭ লঞ্চটি প্রথম যাত্রা শুরু করে বলে চাঁদপুর বিআইডব্লিউটির উপ-পরিচালক কায়সারুল ইসলাম জানান।

গার্মেন্টসহ রপ্তানিমুখী শিল্প-কারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে রোববার দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত লঞ্চ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এদিকে চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীর চাপ থাকলে লঞ্চের সংখ্যা কম। যার কারণে অনেক যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা লঞ্চঘাটে অপেক্ষা করতে দেখা গেছে।

চাঁদপুরের লঞ্চ-মালিক প্রতিনিধি বিল্পব সরকার বলেন, ঘাটে যে পরিমাণ যাত্রী রয়েছে, সেই অনুযায়ী লঞ্চ নেই। স্বাস্থ্যবিধি মেনে যাত্রী ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছে লঞ্চগুলো। সরকার নির্দেশনা মেনেই ১২ পর্যন্ত লঞ্চ চলাচল করবে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক কায়সারুল ইসলাম বলেন, শিল্প-কারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলছে।

“যদিও রাত ১২ টার পর থেকে লঞ্চ চলাচল করার কথা ছিল, কিন্তু যাত্রী না থাকায় ভোরে প্রথম লঞ্চ ছাড়া হয়েছে। এরপর একে একে সকাল ৯টার মধ্যে সাতটি লঞ্চ ছেড়ে যায়।”