বাগেরহাটে টিকা কেন্দ্রে মারধর, দুই বাস শ্রমিক দণ্ডিত

বাগেরহাটে টিকা নিতে গিয়ে রেডক্রিসেন্টের সেচ্ছাসেবকদের মারধরের দায়ে দুই বাস শ্রমিককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2021, 04:53 PM
Updated : 31 July 2021, 04:53 PM

শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম ওই বাস শ্রমিকদের এক মাস করে দণ্ডাদেশ দেন।

দণ্ডিতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের মালেক হাওলাদারের ছেলে আলী হোসেন (৩৩) এবং একই গ্রামের মো আশরাফ ফরাজীর ছেলে মো. একরাম ফরাজী (৩৫)।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম বলেন, শনিবার বেলা ১১টার দিকে বাগেরহাট সদর হাসপাতাল কেন্দ্রে করোনাভাইরাসের টিকা নিতে আসেন ওই দুই বাস শ্রমিক।

তারা কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর লাইনের শৃঙ্খলা ভেঙে আগে টিকা নেওয়ার চেষ্টা করলে ওই কেন্দ্রে রেডক্রিসেন্টের দুই সেচ্ছাসেবক রাতুল ও জিলানী তাদের বাধা দেন। এতে তারা ক্ষুব্দ হয়ে রাতুল ও জিলানীকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে আহত করেন।

এ সময় স্থানীয়রা হামলাকারী দুজনকে আটকে রাখে। পরে প্রশাসন খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রেডক্রিসেন্টের সেচ্ছাসেবকদের মারধর করার অপরাধে দুই বাস শ্রমিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।