রংপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

লকডাউনের মধ্যে রপ্তানিমুখী কারখানা খুলে দেওয়ায় ঢাকা যেতে গণপরিবহন চালুর দাবিতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2021, 02:19 PM
Updated : 31 July 2021, 02:19 PM

শনিবার বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নগরীর মডার্ন মোড়ে রাস্তা অবরোধ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া কয়েকশ শ্রমিক বিক্ষোভ করে বলে খবর পাওয়া গেছে।

অবরোধে মর্ডান মোড় থেকে দুই দিকে ‘প্রায় ৬ কিলোমিটার রাস্তা যানজটের সৃষ্টি হয়’।

রংপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ বলেন, “আমরা এই তীব্র যানজট ও জনসমাগম এড়াতে অবরোধকারীদের বিষয়টি বুঝিয়ে বলি।

“করোনা পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ মেনে পোশাক শ্রমিকদের কর্মস্থলে যাওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।”

এদিকে, অবরোধকালে ঢাকাগামী পরিবহন সচল করার নয়তো পোশাক কারখানার ছুটি বাড়ানোর দাবি জানান শ্রমিকরা।

রংপুর ও আশপাশের জেলাগুলোর অসংখ্য শ্রমিক রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় কাজ করেন। লকডাউনে ৫ অগাস্ট পর্যন্ত সরকার সব কারখানা বন্ধ রাখার ঘোষণা দেওয়ায় ঈদে তারা গ্রামের বাড়িত এসেছিলেন। কিন্তু মালিকদের চাপে রোবাবার থেকে রপ্তানিমুখী শিল্পকারখানার খুলে দিয়েছে সরকার।