কুষ্টিয়ায় করোনাভাইরাসে একদিনে ৫ মৃত্যু

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত পাঁচজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। 

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2021, 08:18 AM
Updated : 31 July 2021, 08:18 AM

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে এই আটজনের মৃত্যু হয়।

করোনাভাইরাসে আক্রান্ত মৃতদের মধ্যে কোভিড ডেডিকেটেড ঘোষিত ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চারজন ও মিরপুর উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে একজন ভর্তি ছিলেন। 

এর মধ্য দিয়ে জেলায় মোট আক্রান্ত মৃত্যুর সংখ্যা ৫৫৩ জনে দাঁড়াল বলে সিভিল সার্জন জানান। 

তিনি বলেন, একই সময়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ১৩২ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার প্রায় সাড়ে ২৮ শতাংশ।

এদিকে কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হাসপাতালে বর্তমানে করোনাভাইরাস পজিটিভ নিয়ে ১৭৭ জন এবং উপর্সগ নিয়ে ৪৭ জনসহ মোট ২২৪ জন ভর্তি রয়েছেন বলে তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন জানান।

তিনি বলেন, গ্রামের লোকজনের মধ্যে উপসর্গ থাকলেও সময়মতো নমুনা পরীক্ষা করছেন না। এরপর অক্সিজেন লেভেল যখন একেবারে নিচে এসে ঠেকে যাচ্ছে তখনই আসছেন হাসপাতালে। তখন এসব রোগীদের সব রকম চিকিৎসা দিয়েও রক্ষা করা  যাচ্ছে না।