ময়মনসিংহ মেডিকেলে একদিনে করোনাভাইরাসে ৮, উপসর্গে ৮ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2021, 04:51 AM
Updated : 31 July 2021, 04:51 AM

হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, মৃতদের মধ্যে আটজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন; আর বাকি আটজন মারা গেছেন উপসর্গ নিয়ে।

মৃতদের ১০ জন ময়মনসিংহ জেলার, ২ জন নেত্রকোণার এবং জামালপুর, টাঙ্গাইল, শেরপুর ও কিশোরগঞ্জের ১ জন করে রয়েছে।

ময়মনসিংহ মেডিকেলের কোভিড ডেডিকেটেড ইউনিটে নতুন ৮৫ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪৯০ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন বলে মহিউদ্দিন জানান।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৫২ জনের নমুনা পরীক্ষা করে আরও ২০৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার ৩১ দশমিক ৭৪ শতাংশ।

এছাড়া জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৭৪০ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৭৩৬ জন।