কক্সবাজারে গুলিবিদ্ধ রোহিঙ্গা নেতা উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jul 2021 01:19 AM BdST Updated: 31 Jul 2021 01:19 AM BdST
কক্সবাজারে এক রোহিঙ্গা কমিউনিটি নেতাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান( এপিবিএন)।
শুক্রবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ক্যাম্পের বি-১১ ব্লকের কাঁটাতারের সীমানা সংলগ্ন পাহাড়ি ছড়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে পাওয়া যায় বলে জানান ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
উদ্ধার সৈয়দ আহমদ (৪০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের এইচ-ব্লকের উপ-মাঝি (কমিউনিটি নেতা)।
উদ্ধার ব্যক্তির বরাতে পুলিশ সুপার তারিকুল বলেন, বিকালে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে স্থানীয় একটি সালিশে অংশ নিতে যান ক্যাম্পটির উপ-মাঝি সৈয়দ আহমদ। বৈঠক শেষে শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের সামনে পৌঁছলে ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাকে জিন্মি করে পাহাড়ি এলাকার দিকে নিয়ে যায়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এপিবিএন এর একটি দল বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে জাদিমুরা ক্যাম্পের বি-১১ ব্লকের কাঁটাতারের সীমানা সংলগ্ন পাহাড়ি ছড়া থেকে সৈয়দ আহমদকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে আসা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন বলে জানান তিনি।
এপিবিএন এর এ কর্মকর্তা বলেন, “উদ্ধার ব্যক্তি জানিয়েছে, পূর্ব শত্রুতার জেরে রোহিঙ্গা সন্ত্রাসী পুতিয়া বাহিনীর প্রধান পুতিয়া, দিলওয়ার ওরফে শিয়াইল্ল্যা, হামিদ ও আবুল বশরসহ আরও ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে জিন্মি করে নিয়ে যায়। পরে এপিবিএন এর অভিযানের বিষয়টি টের পেয়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে পাহাড়ি ছড়ায় ফেলে রেখে পালিয়ে যায়।”
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এপিবিএন অভিযান অব্যাহত রেখেছে বলে জানান পুলিশ সুপার তারিকুল।
-
সিরাজগঞ্জে ট্রাক ও লেগুনার সংঘর্ষে নিহত ৪
-
নওগাঁয় আমপাড়া শুরু
-
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে একজনের মৃত্যু
-
সিরাজগঞ্জে ধানক্ষেতে অজ্ঞাত ব্যক্তির লাশ
-
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নারীর মৃত্যু
-
তাড়াশে চালকের হাত-পা বাধা লাশ, ইজিবাইক গায়েব
-
সিরাজগঞ্জে যমুনার দুই তীরই ভাঙছে
-
ব্রহ্মপুত্রের চরে ঘাট নির্মাণ সমালোচনার মুখে
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড