কক্সবাজারে ‘ছেলের’ ছুরিকাঘাতে বাবার মৃত্যু

কক্সবাজার শহরে ‘পারিবারিক কলহের জেরে’ এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2021, 06:54 PM
Updated : 30 July 2021, 06:54 PM

শুক্রবার বিকালে শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া বাঁচা মিয়ার ঘোনায় এই ঘটনা ঘটেছে।

নিহত মো. আব্দুর রহিম (৬০) ওই এলাকার প্রয়াতত হাবিবুর রহমানের ছেলে।

স্বজনদের বরাতে কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে বাঁচা মিয়ার ঘোনা এলাকায় আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ আইয়ুব (৩০) ও পুত্রবধূ সমিরা বেগমের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সমিরাকে মারধর শুরু করেন আইয়ুব। এতে শাশুড়ি রশিদা বেগম বাধা দেন।

ওসি বলেন, “এ সময় আইয়ুব ক্ষিপ্ত হয়ে তার মা রশিদা বেগমকে গলা টিপে ধরলে তার বাবা আব্দুর রহিম প্রতিবাদ করেন। তখন আইয়ুব বাবার ডান কানে ছুরিকাঘাত করেন।”

আহত আব্দুর রহিমকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি মুনীর-উল-গীয়াস।

লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।