শাহজাদপুরে নদীতে ডুবে নিহত বিশ্ববিদ্যালয় ছাত্র

সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতে নেমে এক বিশ্ববিদ্যালয়ে ছাত্র নিহত হয়েছেন। 

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2021, 04:53 PM
Updated : 30 July 2021, 04:53 PM

শুক্রবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয় বলে শাহজাদপুর থানার এসআই আসাদুর রহমান জানান। 

নিহত ফাহিম হোসেন অনিক (২২) ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং পাবনার সাঁথিয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী আকরাম হোসেনের ছেলে। তাদের বাড়ি সাঁথিয়ার সোনাতলা গ্রামে।

এসআই আসাদুর রহমান বলেন, অনিক শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর ভূসিপট্টি এলাকায় নানার বাড়ি বেড়াতে এসেছিলেন। শুক্রবার দুপুরে শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের রাউতরা রিং বাঁধ এলাকায় বড়াল নদী ও ধলাই নদীর মোহনায় গোসল করতে যান। তার সঙ্গে মামাত দুই ভাই আদিব (১১) ও মুকিত (৯) এবং খালাত ভাই পোতাজিয়া ইউনিয়নের নুকালী গ্রামের জাকির হোসেনের ছেলে পার্থ (২৮) ছিলেন।

অনিকের খালাত ভাই পার্থ বলেন, দুপুরে গোসল করার সময় আদিব ও মুকিতের পায়ের নিচ থেকে বাঁধের বালি সরে যায় এবং তারা পানিতে তলিয়ে যাওয়ার সময় চিৎকার দেন। 

“আমি ও অনিক তাদের উদ্ধারে এগিয়ে যাই। আমি আদিবকে নিয়ে সাঁতরে তীরে আসি; কিন্তু অনিক ও মুকিত পাড়ে উঠতে ব্যর্থ হয়। পরে স্থানীয় জেলেরা এসে মুকিতকে উদ্ধার করে; কিন্তু অনিককে খুঁজে পায়নি।”

সন্ধ্যায় শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে অনিকের মৃতদেহ উদ্ধার করে বলে জানান এসআই আসাদুর রহমান।