পটুয়াখালীতে বাইকচালক খুন

পটুয়াখালীতে ছুরিকাঘাতে এক পেশাদার মটরাইকেল চালক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2021, 09:29 AM
Updated : 30 July 2021, 09:29 AM

এ ঘটনায় সুজন (২২) নামে এক যাত্রীকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে বলে সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান।

সুজনের বাড়ি বরিশালের কাউনিয়ায় বলে জানালেও পুলিশ তার ঠিকানা বলতে পারেনি।

নিহত ইব্রাহীম হোসেন ফয়সাল (২৪) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে। মটরসাইকেলে যাত্রী বহন করতেন তিনি।

সদর উপজেলার শিয়ালী এলাকায় পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তাকে ছুরি মারা হয় বলে ওসি আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, বরিশাল থেকে রাতে মহিপুর ফেরার পথে মটরসাইকেলের দুই যাত্রীর মধ্যে একজন পেছন থেকে ফয়সালকে ছুরি মারেন। পরে সুজনকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। আর ফয়সালকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও সেখানে তার মৃত্যু হয়।

ওসি বলেন, নিহত ফয়সাল কিছুদিন আগে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়ে জেল খেটেছিলেন। ধারণা করা হচ্ছে মাদক-সংশ্লিষ্ট কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। লাশ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।