নাটোরে পলাতক আসামি আবার গ্রেপ্তার, ২ কনস্টেবল প্রত্যাহার

নাটোরে পলাতক সেই আসামিকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2021, 08:32 AM
Updated : 30 July 2021, 08:32 AM

তাছাড়া এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জেলার পুলিশ সুপার লিটন কুমার সাহা জানিয়েছেন।

মনিরুল ইসলাম (২৫) নামে এই আসামি বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পালিয়ে যান।

নাটোরের আদালত পুলিশের পরিদর্শক আমিনুর রহমান বলেন, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে লালপুর থানা থেকে মনিরুলসহ সাত আসামিকে পুলিশের পিকআপ ভ্যানে নাটোরের আদালতে নেওয়া হচ্ছিল। পিকআপ থেকে নামার পর আদালতের হাজতে ঢোকার আগমুহূর্তে মনিরুল পালিয়ে যান। পরে পুলিশ ও র‌্যাব তাকে ধরতে মাঠে নামে। শুক্রবার ভোরে জেলার বাগাতিপাড়া উপজেলার সলিমপুর থেকে আবার তাকে আটক করা হয়।

দুপুরে তাকে আদালতে হাজির করলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানান পরিদর্শক আমিনুর রহমান।

পুলিশ সুপার বলেন, এ ঘটনায় লালপুর থানার দুই কনস্টেবল রায়হান হোসেন ও আকরাম হোসেনকে লালপুর থানা থেকে নাটোর পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। তাদের দায়িত্বে অবহেলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

তাছাড়া আসামি মনিরুলের বিরুদ্ধে নাটোর সদর থানায় পালিয়ে যাওয়ার অভিযোগে আরও একটি মামলা হয়েছে বলে তিনি জানান।