ময়মনসিংহ মেডিকেলে একদিনে করোনাভাইরাসে ৮, উপসর্গে ১০ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে  গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের প্রাণ গেছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2021, 06:50 AM
Updated : 30 July 2021, 07:40 AM

মৃতদের মধ্যে আটজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন আর দশজন উপসর্গ নিয়ে মারা গেছেন বলে হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান।

মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ১০ জন, জামালপুরে ৩ জন, নেত্রকোণার ২ জন, টাঙ্গাইলের ২ জন ও শেরপুরে ১ জন ছিলেন।

মহিউদ্দিন বলেন, কোভিড ডেডিকেটেড ইউনিটে নতুন ৬৬ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪৭২ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৪৪৮ শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান।

তিনি বলেন, একদিনে শনাক্তের হার ২৬ দশমিক ৪৪ শতাংশ। এছাড়া জেলায় মোট আক্রান্ত ১৪ হাজার ৫৩৩ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৭৩৪ জন।