নাটোরে পুলিশ হেফাজত থেকে আসামি চম্পট

নাটোরে পুলিশ হেফাজত থেকে এক আসামি পালিয়ে গেছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2021, 06:07 PM
Updated : 29 July 2021, 06:07 PM

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জেলার আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

পলাতক মনিরুল ইসলাম (২৫) চুরির মামলার আসামি। তিনি বাগাতিপাড়া উপজেলার মাছিমপুর গ্রামের আব্দুল গাফফারের ছেলে।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, “হ্যান্ডকাপ ঢিলা থাকায় হয়তো আসামি কৌশলে বের হয়ে পুলিশের দৃষ্টির বাইরে চলে গেছে। তবে তাকে ধরতে পুলিশ মাঠে আছে।”

পুলিশের দায়িত্বে অবহেলা ছিল কি না তদন্ত করে দেখা হবে বলেন তিনি।

লালপুর থানার জিআরও আসাদ উর রহমান জানান, মনিরুল রিকশাভ্যান চুরি মামলার আসামি ছিলেন। তার কাছ থেকে চোরাই রিকশাভ্যান উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন আছে।

নাটোর আদালত পুলিশের পরিদর্শক আমিনুর রহমান জানান, চুরির মামলায় গ্রেপ্তার ছয় আসামিসহ সাত আসামিকে দুপুরে আদালতে নিয়ে আসা হচ্ছিল।

দুপুর আড়াইটার দিকে তিন কন্সটেবল সাত আসামিকে গাড়ি থেকে নামিয়ে হ্যান্ডকাপ পরানো অবস্থায় হাজতখানার দিকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় ‘মনিরুল হ্যান্ডকাপ খুলে পালিয়ে যায়’ বলেন তিনি।

আসামিকে ধরতে র‌্যাব, ডিবি, ডিএসবি পুলিশসহ যৌথ অভিযান শুরু করে। তবে রাত ১০টা পর্যন্ত ওই আসামিকে ধরতে পারেনি পুলিশ।