কুড়িগ্রামে ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর

কুড়িগ্রামে দুধকুমার নদ থেকে উদ্ধার করা ভারতীয় এক নাগরিকের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2021, 02:13 PM
Updated : 29 July 2021, 02:13 PM

বৃহস্পতিবার বিকেল ৫টায় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর এ লাশ হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন।

নিহত ঝুমুর আলীর (২৮) কুচবিহার জেলার তুফানগঞ্জ থানার মধ্যবালা ভূত গ্রামের রহমত উল্লাহ শেখের ছেলে।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, বুধবার বিকেল ৫টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের সামাদের ঘাট এলাকায় দুধকুমার নদে অজ্ঞাত ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। লাশের শরীরে আন্ডারওয়ার ছাড়া আর পোশাক ছিল না।

মরদেহটি ভারতীয় নাগরিকের এবং বেশ কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয় বলেন তিনি। 

তিনি আরও জানান, ভূরুঙ্গামারী থানা পুলিশ লাশ উদ্ধারের পর বিজিবিকে জানালে ভাওয়ালগুড়ি বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে লাশের ছবি তুলে ভারতীয় ঝাউকুটি বিএসএফ ক্যাম্পে পাঠায়। পরে ভারতীয় বিএসএফ লাশটি শনাক্ত করে।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং ভারতীয় বিএসএফ এর বিওপি ক্যাম্প কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর মরদেহটি হস্তান্তর করা হয় বলেন তিনি।