গাজীপুরে হাসপাতালে দুই দালালের কারাদণ্ড

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে দুই দালালকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2021, 05:38 PM
Updated : 28 July 2021, 05:38 PM

বুধবার বিকেলে এক রোগীর ব্যবস্থাপত্র নিয়ে দুই দালাল মারামারিতে জড়ালে তাদের এ সাজা দেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান।

দণ্ডিতরা হলেন, গাজীপুর মহানগরীরর ছায়াবিথী এলাকার মন্টু মিয়ার ছেলে খাইরুল ইসলাম এবং শহরের ছায়াকুঞ্জ এলাকার বাসিন্দা হারুন অর রশিদের ছেলে আহাদুল হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের এক রোগীকে কর্তব্যরত চিকিৎসক ব্যবস্থাপত্রে কয়েকটি টেস্ট করাতে দেন।

ওই রোগীর স্বজন ব্যবস্থাপত্রটি হাসপাতালের বাইরে আসেন। এ সময় ওই দুই দালাল ওই ব্যবস্থাপত্র নিয়ে কোন ডায়াগনিস্টিক সেন্টার বা ক্লিনিকে টেস্ট করবেন এ নিয়ে বিবাদ বাধায়।

এক পর্যায়ে তারা একে অপরকে কিল-ঘুষি মারে এবং একজনের জামা ছিঁড়ে ফেলে।

এ সময় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান তার টিম নিয়ে ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি জানতে পারেন, দালালরা এই কাণ্ড ঘটিয়েছে।

তিনি তাদের আটক করে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালানা করেন।

খাইরুল ইসলামকে ১০ দিন এবং আহাদুল হককে ৭ দিন কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

গাজীপর জেলা কারাগারের জেলার মাসুদ হাসান জানান, বুধবার বিকেল চারটার দিকে তাদের কারাগারে হস্তান্তর করা হয়।