কক্সবাজারে পাহাড়ি ঢলে আরও তিনজনের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় পাহাড়ি ঢলে ভেসে গিয়ে পৃথক পৃথক স্থানে তিনজনের মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2021, 02:30 PM
Updated : 28 July 2021, 02:30 PM

বুধবার বিকেলে পৃথক ঘটনায় এ তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ।

নিহতরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের চোরাখোলা এলাকার আলি আহমদের ছেলে আব্দুর রহমান (৪৫), রাজাপালং ইউনিয়নের ধইল্ল্যার ঘোনা এলাকার হাবিবুর রহমানের ছেলে আকবর আলী (৩১) এবং মালিয়ারকূল এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে মোহাম্মদ রুবেল (২২)।

ইউএনও মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ বলেন, টানা বৃষ্টিপাতের কারণে উখিয়ার সবক’টি ইউনিয়নে কমবেশি প্লাবণ ঘটেছে। এতে পাহাড়ি ঢলের পানিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

“পাহাড়ি ঢলে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া বুধবার সকালে একজনের, দুপুরে একজনের এবং সন্ধ্যা ৬টায় আরও একজনের লাশ উদ্ধার করা হয়।”

ইউএনও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধার হওয়া তিনজনই পাহাড়ি ঢলে ভেসে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা পৃথকভাবে তাদের মৃতদেহগুলো উদ্ধার করেছে।

এর আগে পাহাড়ি ঢলে মাছ ধরতে গিয়ে আরও তিনজনের মৃত্যুর খবর আসে। এছাড়া মঙ্গলবার বৃষ্টি ও ঢলের কারণে আটজনের মৃত্যু হয়।