কাপ্তাই হ্রদে মাছধরা বন্ধের সময়সীমা বৃদ্ধি

পানি কম থাকায় কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধের সময়সীমা আরও দশ দিন বাড়িয়ে ১০ অগাস্ট করা হয়েছে, যা আগে ৩১ জুলাই ছিল।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2021, 01:33 PM
Updated : 28 July 2021, 01:33 PM

এই সময়ের মধ্যেও পানি পর্যাপ্ত পরিমাণে না বাড়লে পুনরায় এই মেয়াদ বাড়ানো হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।  

বুধবার এই সংক্রান্ত এক জরুরি জুম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক নৌ কমান্ডার তৌহিদুল ইসলাম।

বিএফডিসি ও মৎস্য বিজ্ঞানীরা বলছেন, হ্রদে এখনও পানি ঠিকঠাক না বাড়ার কারণে এই মুহূর্তে মাছ ধরা শুরু হলে বিপন্ন হবে হ্রদের মৎস্য  সম্পদ।

বিষয়টি বিবেচনায় নিয়ে বুধবার জরুরি বৈঠক হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জুম মিটিংয়ে মৎস্য গবেষণা ইন্সটিটিউট, মৎস্য অফিস, নৌ পুলিশ, বিএফডিসি ও মৎস্য ব্যবসায়িদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আগের ঘোষণা অনুসারে ৩১ জুলাই মধ্যরাতের পর থেকে হ্রদে মাছ ধরা শুরু হওয়ার কথা। বর্তমান সিদ্ধান্তে তা শুরু হবে ১০ অগাস্ট মধ্যরাতের পর।

বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক নৌ কমান্ডার তৌহিদুল ইসলাম বলেন, আপাতত ১০ অগাস্ট পর্যন্ত বন্ধের সময়সীমা বাড়ল, তবে সেটা নির্ভর করছে পানি কী রকম বাড়ছে তার উপর।

“যদি পানি ১০৩ ফুট হয় তবে ১০ তারিখ মধ্যরাতের পর মাছ ধরা শুরু হবে। যদি তা না হয় তবে আমরা ৮/৯ অগাস্ট আবার সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।”