কুড়িগ্রামে ‘অপহরণের’ এক বছর পর মাদ্রাসাছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার

কুড়িগ্রাম থেকে ‘অপহরণের’ প্রায় এক বছর পর এক মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2021, 12:06 PM
Updated : 28 July 2021, 12:06 PM

বুধবার সকালে নীলফামারী জেলার সদরের পোস্ট অফিস মোড় এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধারের সময় ‘অপহরণকারীকে’ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রায়হান মিয়া (৩২) কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের কালপানী টিটিমার পাড় এলাকার এমদাদুল হকের ছেলে।

ওই দশম শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীর (১৫) বাড়ি একই এলাকায়।

উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন জানান, দীর্ঘদিন ধরে প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করার পর ভিকটিমকে উদ্ধার এবং মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

“ভিকটিমের জবানবন্দি গ্রহণের জন্য তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”

মাদ্রাসাছাত্রীর বাবার করা মামলায় বলা হয়েছে, ২০২০ সালের ১৬ অক্টোবর তার মেয়েকে অপহরণ করা হয়।

এ ঘটনায় সেই বছরের ১২ নভেম্বর রায়হান মিয়াসহ তিনজনকে আসামি করে উলিপুর থানায় অপহরণ মামলা করেন তিনি।

এ ঘটনায় আগেই রায়হানের বাবা এমদাদুল হক এবং ভাই আব্দুল বাতেনকে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল বাতেন বলেন, “অপহরণকারী বারবার স্থান পরিবর্তন করায় তাকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর নীলফামারী সদর থানার সহযোগিতায় যৌথ অভিযান চালানো হয়।

ভিকটিমকে উলিপুর থানার হেফাজতে নেওয়া হয়েছে এবং আসামি রায়হান মিয়াকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।