বগুড়ায় করোনাভাইরাসে ও উপসর্গে একদিনে ১৯ মৃত্যু

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2021, 09:04 AM
Updated : 28 July 2021, 09:04 AM

জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, জেলার তিনটি হাসপাতালে মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। বাকি সাতজন মারা গেছেন উপসর্গ নিয়ে।

কোভিডে আক্রান্ত হয়ে মৃতরা হলেন- জেলা সদরের মাহফুজুর রহমান (৬৯), গৌরী পাল (৭০), রুনা হক (৫২), সুফিয়া খানম (৭০), অজিয়ার রহমান (৫৫) ও শাজাহানপুরের আবুল কালাম আজাদ (৬৫)।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৯৪ নমুনা পরীক্ষা করে আরও ১০৬ জনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার ২১ দশমিক ৪৫ শতাংশ বলে ডেপুটি সিভিল সার্জন জানান।

তিনি বলেন, জেলায় এ পর্যন্ত মোট ১৮ হাজার ৫০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১১১ জন এবং মারা গেছেন ৫৫১ জন। এছাড়া জেলায় ১ হাজার ৮৪৩ আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।