মাগুরায় ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

মাগুরা সদর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে একস্কুল ছাত্র খুন হয়েছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2021, 08:53 AM
Updated : 28 July 2021, 08:53 AM

সদর থানার ওসি জয়নাল আবেদীন জানান, মঙ্গলবার রাতে বেরইল গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত গোলাম রসুল ওই গ্রামের কাজী রওনক হোসেনের ছেলে। স্থানীয় গঙ্গারামপুর টেকনিক্যাল স্কুলের  নবম শ্রেণির ছাত্র ছিল সে।

রওনক হোসেন বলেন, চায়ের দোকানে বাকি খাওয়ার সূত্রে একই গ্রামের  এক কিশোরের কাছে কিছু টাকা পাওনা ছিল তাদের। সেই পাওনা চাওয়া নিয়ে ওই কিশোরের সঙ্গে সজীবের  বিরোধ সৃষ্টি হয়।

“এর জেরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রসুল দোকান থেকে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে তাকে কুপিয়ে আহত করা হয়।”

তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক এনামুল কবীর বলেন, রাত সাড়ে ৯টার দিকে রসুলকে হাসপাতালে আনা হয়। বুকে ধারালো অস্ত্রের কোপে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

পাওনা চাওয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে রসুলের বাবা দাবি করলেও পুলিশের তাতে সন্দেহ রয়েছে।

ওসি জয়নাল বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি, ফ্রি ফায়ার পাপজি গেম খেলা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। সঠিক কারণ উদঘাটনের জন্য তদন্ত করা হচ্ছে।”

পুলিশ খুনি ধরতে অভিযানে নেমেছে বলে তনি জানান।