রাঙামাটিতে বানরদের খাবার দিলেন ডিসি

রাঙামাটি শহরে রাজবন বিহারের বানরদের খাবার দিয়েছে জেলা প্রশাসন।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2021, 08:26 AM
Updated : 28 July 2021, 08:26 AM

কোভিড মহামারীতে লকডাউনের মধ্যে বিহারে পুণ্যার্থীরা আসতে না পারায় সম্প্রতি খাবারের অভাবে পড়ে এসব বানর।

স্থানীয়দের কাছে খবর পেয়ে বুধবার বানরগুলোর জন্য খাবার নিয়ে হাজির হন রাঙামাটির ডিসি মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি বলেন, খাবার দেওয়ার পাশাপাশি বিহার কমিটিকে বলেছেন আবেদন করার জন্য, যাতে বানরদের সরকারিভাবে খাবার দেওয়া যায়।

“আমরা সাধ্যমত বানরগুলোর পাশে থাকব। বানরগুলো বিহারের ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে এবং রাঙামাটির প্রাকৃতিক পরিবেশকে আরও সুন্দর করেছে,” বলেন তিনি।

তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিহার কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসা।

তিনি বলেন, “ডিসির এমন উদ্যোগকে স্বাগত জানাই আমরা। তিনি আমাদের বানরগুলোর খাদ্যের জন্য আবেদন করতে বলেছেন। আমার দ্রততম সময়ে আবেদন করব।”

বিহারে পাঁচ শতাধিক বানর আছে বলে জানান তিনি।