করোনাভাইরাস: কুষ্টিয়ায় একদিনে পাঁচজনের মৃত্যু

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২২৭ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2021, 07:15 AM
Updated : 28 July 2021, 07:15 AM

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

এর মধ্যে কোভিড ডেডিকেটেড ঘোষিত ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চারজন ও কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন ছিলেন।

এর মধ্য দিয়ে জেলায় মোট আক্রান্ত মৃত্যুর সংখ্যা ৫৩১ জনে দাঁড়াল।

কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২২৭ জনের শরীরে নতুন করে এ ভাইরাস শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার প্রায় ৫০ শতাংশ বলে সিভিল সার্জন জানান।

এদিকে কুষ্টিয়া জেনারেল  হাসপাতালে বর্তমানে হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ১৪৯ জন এবং উপর্সগ নিয়ে ৫৪ জন ভর্তি রয়েছে বলে তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন জানান।