ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড পরীক্ষার লাইনে দাঁড়ানো এক ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিতে লাইনে দাঁড়ানো এক ব্যক্তি হঠাৎ জ্ঞান হারানোর পর মারা গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2021, 06:21 AM
Updated : 28 July 2021, 06:21 AM

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক সোলায়মান মিয়া জানান, বুধবার সকাল পৌনে ৯টার দিকে ইকবাল (৪৩) নামে এই ব্যক্তি মারা যান।

ইকবাল সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা জানান,  ইকবাল সপ্তাহ খানেক ধরে জ্বর-সর্দিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সকালে তাকে করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিতে হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইকবাল লাইনে দাঁড়িয়ে নমুনা দেওয়ার প্রতীক্ষায় ছিলেন। হঠাৎ অচেতন হয়ে মাটিতে পড়ে যান তিনি। তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন৷

চিকিৎসক সোলায়মান বলেন, ইকবালের কোভিড উপসর্গ ছিল। সকালে হাসপাতালে করোনাভাইরাসের পরীক্ষা করাতে লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ অবস্থায় অচেতন হয়ে ঢলে পড়লে জরুরি বিভাগে আনা হয় তাকে। ইসিজি করলে তার মৃত্যুর খবর আসে।