বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়ায় আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2021, 05:54 PM
Updated : 27 July 2021, 06:38 PM

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বগুড়া শহরতলীর ফাঁপোড় ইউনিয়নের ফাঁপোড় হাটখোলায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ। 

নিহত মমিনুল হক রকি সদর উপজেলার ফাঁপোর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ফাঁপোড় মন্ডলপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

ফয়সাল মাহমুদ বলেন, “আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, নিহতর সাথে থাকা স্থানীয় কিছু বখাটে যুবক দ্বারা সে খুন হয়েছে।

“প্রাথমিকভাবে চিহ্নিতে করে খুনিদের ধরতে অভিযান চলছে।”

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার সময় রকি মসজিদে এশার নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন।

এ সময় মসজিদের পেছনে হাটখোলা এলাকায় ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত রকিকে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ পুরো শরীরে কুপিয়ে জখম করে।

এলাকার লোকজন তাকে উদ্ধার করে প্রথমে অটোরিকশায় করে তিনমাথা এলাকায় এবং পরে সিএনজিতে করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসারা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় যুবক আসিফ রহমান রকিকে বলেন, “আমরা এলাকায় বসে ছিলাম। ওই সময় শুনি রকি ভাইকে কয়েকজন মিলে কুপিয়েছে। পরে তাকে উদ্ধার করে মেডিকেল এ আনলে ডাক্তার বলেন তিনি মারা গেছেন।”

নিহতের খালাতো ভাই শাহাদত হোসেন সনি জানান, এলাকার মাদকাসক্ত ও বখাটে ছেলেরা তার ভাইকে মেরেছে।

“আমার ভাই তাদের খারাপ কাজে বাধা দিত। এ নিয়ে শত্রুতার কারণে তারা আমার ভাইকে খুন করেছে।”

এদিকে, রকি হত্যার খবরে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, সাধারণ সম্পাদক মাহাফুজুল আলম রাজ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল হাসপাতালে আসেন।

এ সময় আবু সুফিয়ান বলেন, “আমরা আমাদের সংগঠনের নেতা হত্যার বিচার চাই।”