বান্দরবানে পাহাড়ি ঢলে কিশোরের মৃত্যু

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2021, 04:46 PM
Updated : 27 July 2021, 04:46 PM

মঙ্গলবার দুপুরে বৃষ্টিতে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

মৃত আশিষ বড়ুয়া (১৭) নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডে শীল পাড়ার বাসিন্দা।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ আলমগীর হোসেন জানান, মঙ্গলবার সকালে বৃষ্টিতে ডুবে যাওয়া এক সড়ক দিয়ে আশীষ বড়ুয়া ঘরে ফিরছিলেন। এ সময় সড়ক ভেঙে খালে পড়ে  স্রোতে ভেসে যান তিনি।

“স্থানীয়রা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা কক্সবাজারে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।“

নাইক্ষ্যংছড়ি উপজেলায় অভ্যন্তারীণ সড়কে পাহাড়ে ধস

আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া নাইক্ষ্যংছড়ি উপজেলার কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিতে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

অভ্যন্তরীণ সড়কে ছোটখাট পাহাড় ধসের ঘটনাও ঘটেছে বলে জানান তারা।

নাইক্ষ্যছড়ির পাশাপাশি সোমবার রাত থেকে ভারী বৃষ্টির কারণে লামা এবং আলীকদম উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

আলীকদম উপজেলার নয়াপাড়া ইউপি চেয়ারম্যান ফোগ্য মারমা জানান, সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে কিছু নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়ে দশ থেকে বারটি ঘর ডুবে গেছে। তবে মঙ্গলবার বিকেল থেকে বৃষ্টি কমে আসায় পানি নামতে শুরু করেছে।