বগুড়ায় ‘বিক্রির জন্য দুই মাদ্রাসাছাত্রীকে অপহরণ’, তরুণ গ্রেপ্তার

বগুড়ায় ‘বিক্রির উদ্দেশ্যে অপহরণ করা’ মাদ্রাসা পড়ুয়া দুই ছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাব।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2021, 11:39 AM
Updated : 27 July 2021, 11:39 AM
মঙ্গলবার দুপুরে র‍্যাব-১২  এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আগের রাতে শহরের খান্দার এলাকা থেকে এক অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশে দেওয়া হয়েছে।

গ্রেপ্তার মারুফ হাসান (২২) নন্দীগ্রাম উপজেলার মাহফুজার রহমানের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের পরদিন ওই দুই বান্ধবী বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। তাদের খোঁজা না পেয়ে পুলিশ এবং র‍্যাবকে বিষয়টি জানায় স্বজনরা।

গত সোমবার রাত একটার দিকে খান্দার এলাকা থেকে মারুফকে গ্রেপ্তার করে র‍্যাব। তার দেওয়া তথ্য অনুযায়ী দুই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপ্তিতে আরও জানানো হয়েছে, র‌্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে অপহরণকারী চক্র দুই ছাত্রীকে ফুঁসলিয়ে নন্দীগ্রাম থেকে বগুড়া শহরে নিয়ে আসে। তাদের চট্টগ্রামে নিয়ে বিক্রি করার পরিকল্পনা ছিল। তবে লকডাউনে সুবিধাজনক গাড়ি না পাওয়ায় বগুড়া শহরে এক বাসায় দুই কিশোরীকে আটকে রাখে এবং অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টাও করে তারা।

অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্য অপহরণকারীরা পালিয়ে যায়। মামলা দায়ের পর গ্রেপ্তারকৃত অপহরণকারীকে নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়।