ঝালকাঠিতে জাল স্বাক্ষরে টাকা উত্তোলনের চেষ্টা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

জাল স্বাক্ষরে ব্যাংক থেকে টাকা উত্তোলনের চেষ্টার অভিযোগে ঝালকাঠির নলছিটি পৌরসভার দুই কর্মচারী স্বামী-স্ত্রী গ্রেপ্তার হয়েছেন।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2021, 11:33 AM
Updated : 27 July 2021, 11:33 AM

নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খানের মামলায় সোমবার রাতে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এরা হলেন নলছিটি পৌরসভার ক্যাশিয়ার রেখা বেগম ও তার স্বামী ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম লিজন (টুলু)।

জালিয়াতির এই মামলায় পৌরসভার ঠিকাদার এবিএম জাহিদুল ইসলামকেও আসামি করা হয়েছে। তিনি পলাতক রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, সোমবার দুপুরে পৌরসভার মেয়র আবদুল ওয়াহেদ খান ও সচিব আবু হেনা মোহম্মদ রাশেদ ইকবালের  স্বাক্ষর জাল করে চার লাখ টাকার একটি চেক নলছিটি সোনালী ব্যাংকে জমা করেন পৌরসভার ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম লিজন।

চেকের স্বাক্ষর দেখে ব্যাংকের ম্যানেজারের সন্দেহ হলে তিনি মেয়রকে ফোন করে চেকের বিষয়টি জানতে চান। তখন মেয়র এই চেকে স্বাক্ষর করেননি বলে জানান। 

পরে পুলিশ ডেকে রেখা বেগম ও সিরাজুল ইসলাম লিজনকে সোপর্দ করা হয়।  

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মাহামুদ হাসান বলেন, আটক দম্পতিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পরিদর্শক হাসান জানান, মামলার অপর আসামি হলেন মেসার্স সুগন্ধা এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী  পৌর এলাকার সারদল গ্রামের নুর মোহম্মদের ছেলে এবিএম জাহিদুল ইসলাম। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।