কোভিডে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আকরাম হোসাইন মজুমদার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2021, 08:30 AM
Updated : 27 July 2021, 08:46 AM

ঢাকায় ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার রাত ১টায় তিনি মারা যান বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান জানান।

তিনি বলেন, আকরাম জুলাইয়ের প্রথম দিকে সপরিবার করোনাভাইরাসেক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে তারা ক্যাম্পাসের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি ঘটলে আকরামকে হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে সাত দিন থাকার পর রোববার অবস্থার আরও অবনতি হয়। তখন তাকে একই হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫০ বছর।

রেজিস্ট্রার বলেন, আকরাম ইসলামি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। পরে তিনি একই বিভাগের শিক্ষক হন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন, আইন বিভাগের চেয়ারম্যান ও শহীদ জিয়াউর রহমান হলে প্রভোস্টের দায়িত্ব পালন করেন।

পরিবারের অন্য সদস্যরাও চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বলে তিনি জানান।

মঙ্গলবার বিকালে গ্রামের বাড়ি কুমিল্লায় জানাজা শেষে আকরামকে দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে।