কোভিড: বগুড়ায় একদিনে ৬ মৃত্যু

বগুড়ায় একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ছয়জনের মত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে আরও পাঁচজন মারা গেছেন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2021, 06:27 AM
Updated : 27 July 2021, 06:27 AM

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, জেলার তিনটি হাসপাতালে সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই ১১ জনের মৃত্যু হয়।

কোভিডে আক্রান্ত মৃতরা হলেন- শাজাহানপুরের পারভীন (৩৫), শিবগঞ্জের ফজলুর রহমান (৬৫), সদরের যথাক্রমে দুলালী বেগম (৪০), ফেরদৌস আলম (৫৮), জয়নাল আবেদীন (৭৮) ও হেলেনা (৪৮)।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন ৫১৪ জনের নমুনা পরীক্ষা আরও ১৩৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছ বলে ডেপুটি সিভিল সার্জন জানান।

তিনি বলেন, জেলায় এ পর্যন্ত মোট ১৮ হাজার ৩৯৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৪৬ জন এবং মারা গেছেন ৫৪৫ জন।

এছাড়া জেলায় ১ হাজার ৯০৮ জন কোভিড রোগী চিকিৎসাধীন রয়েছেন।