রাজশাহী মেডিকেলে কোভিডে ১০ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোভিডে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2021, 04:32 AM
Updated : 27 July 2021, 04:32 AM

একই সময় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১১ জন। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টার মধ্যে তারা মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের কোভিড ইউনিটে নতুন রোগী ভর্তি করা হয়েছে ৫৫ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪০ জন। মঙ্গলবার সকাল ৬টায় কোভিড ইউনিটে ৫১৩ বেডের বিপরীতে রোগী ছিলেন ৩৯৯ জন। আইসিইউতে ছিলেন ২০ জন। তাদের মধ্যে ১৭৮ জনের পজেটিভ রয়েছে। কোভিড থেকে মুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতা নিয়ে ছিলেন ৪৪ জন। অন্যরা ছিলেন উপসর্গ নিয়ে।

সোমবার রাজশাহী জেলার ৪১৩ জনের পরীক্ষায় শনাক্তের হার ২২ দশমিক ৫২ শতাংশ ছিল জানিয়ে পরিচালক বলেন, এর আগেন দিন রোববার এই হার ছিল ৩০ দশমিক ৭৮ শতাংশ। শনিবার ছিল ৪৫ দশমিক শূন্য ৭ শতাংশ।