নরসিংদীতে ব্যবসায়ী খুনে ‘জড়িত’ ৪ ডাকাত গ্রেপ্তার

নরসিংদীর নাগরিয়াকান্দিতে ঘরে ডাকাতিতে বাধা দেওয়ায় হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নরিসংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2021, 12:31 PM
Updated : 26 July 2021, 12:31 PM

স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

গত ১৬ জুলাই রাতে নরসিংদী পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকায় ডাকাতির সময় হত্যা করা হয় ইন্টারনেট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন আরিফকে (৩২)।

চারজনকে লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তারের পর সোমবার তাদের সাংবাদিকদের সামনে আনা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- রায়পুরা উপজেলার বটতলি এলাকার মৃত সিদ্দিকের ছেলে শেখ ফরিদ (৩৫), একই উপজেলার বাহেরচর এলাকার আব্দুর রহমানের ছেলে রাজা মিয়া (৩২), চর আড়ালিয়ার রাজা মিয়ার ছেলে আল-আমিন (৩৩) এবং রাজনগর এলাকার রহিম উদ্দিনের ছেলে দুলাল মিয়া (৩৭)।

নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম জানান, ডাকাতি ও হত্যার সাথে জড়িত সন্দেহে গত ২২ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মরিচা এলাকা থেকে শেখ ফরিদকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্যে রোববার গ্রেপ্তার করা হয় বাকি তিনজনকে।

গ্রেপ্তারকৃতরা ডাকাতি ও হত্যাকাণ্ডে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান এসপি।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে আরও মামলা রয়েছে।

গত ১৬ জুলাই রাতে সাজ্জাদদের দোতলা বাড়ির জানালার গ্রিল কেটে ঢুকেছিল ডাকাত দল। তখন ডাকাতিতে বাধা দিতে গেলে সাজ্জাদকে ছুরিকাঘাতে হত্যা করে ডাকাতরা।

এঘটনায় নিহতের পিতা মোবারক হায়াত বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন।