করোনাভাইরাস: সিলেটে একদিনে রেকর্ড ১৪ মৃত্যু

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এক দিনে রেকর্ড ১৪ জনের মৃত্যু হয়েছে, সংক্রমণ ধরা পড়েছে আরও ৫৬৪ জনের মধ্যে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2021, 09:24 AM
Updated : 26 July 2021, 09:24 AM

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় সোমবার বলেন, “দিন দিন করোনায় প্রাণহানি বাড়ছে। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের চার জেলায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।”

এর আগে এক দিনে সর্বোচ্চ ১২ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছিল সিলেট বিভাগে।

ডা. হিমাংশু জানান, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের ১০ জনই সিলেট জেলার বাসিন্দা ছিলেন। এছাড়া তিনজন সুনামগঞ্জের এবং একজন হবিগঞ্জের।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৩১ জনে। এর মধ্যে ৫০১ জনই সিলেটের। সুনামগঞ্জের ৪৭ জন, হবিগঞ্জের ২৯ জন ও মৌলভীবাজারে ৫৩ জন মারা গেছেন এ পর্যন্ত।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে যে ৫৬৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, তাদের ২০৮ জন সিলেট জেলার, ১০৭ জন সুনামগঞ্জের, ১৪৬ জন হবিগঞ্জের এবং ৬২ জন মৌলভীবাজারের।

এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এক দিনে মোট এক হাজার ৩৪৩টি নমুনা পরীক্ষা করে এই ৫৬৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে। শনাক্তের হার ৪২ শতাংশ।

এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় মোট ৩৬ হাজার ২১০ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সিলেট জেলার ২০ হাজার ১৫৮ জন, সুনামগঞ্জের চার হাজার ৮৬ জন, হবিগঞ্জের চার হাজার ২২৭ জন, মৌলভীবাজারের চার হাজার ৭৭৬ জন।

এছাড়া সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত মোট দুই হাজার ৯৬৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় কোভিড নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৭ জন। তাদের মধ্যে ৩২ জন সিলেট জেলায়, ৮ জন সুনামগঞ্জে, ১ জন হবিগঞ্জে এবং ২ জন মৌলভীবাজারে ভর্তি আছেন। আর সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ জন।

চার জেলায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৭৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৬৩ জন, সুনামগঞ্জে ৫৬ জন, হবিগঞ্জে ৩০ জন ও মৌলভীবাজারে ৩০ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৪২৪ জন।