লকডাউনে শিমুলিয়ায় জনস্রোত

লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ফেরিতে পদ্মা পার হয়ে শিমুলিয়ায় আসছে জনস্রোত।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2021, 07:20 AM
Updated : 26 July 2021, 07:20 AM

ঘাট থেকে তারা  ঢাকায় যাচ্ছে মোটরসাইকেল, কার, মাইক্রো ও অটোরিকশায় করে। অনেকে আবার হেঁটেই রওনা হচ্ছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম শফিকুল ইসলাম বলেন, “ফেরিগুলো শুধু জরুরি পরিষেবার যান আর পণ্যবাহী ট্রাক পার করার জন্য চালু রাখা হয়েছে। কিন্তু ঘাটে ফেরি ভিড়লেই হুড়মুড় করে যাত্রীরা উঠে পড়ছে।
“যাত্রীদের আটকানোর কোনো ব্যবস্থা আমাদের নেই। তাই বাধ্য হয়ে যাত্রী নিয়েই ফেরি ছাড়তে হচ্ছে।”
সোমবার সকাল থেকে বহরের ১৯টি ফেরির মধ্যে সাতটি চলাচল করছে বলে তিনি জানান।
ঘাট এলাকায় সেনাবাহিনী, বিজিবি, প্রশাসন, পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতকে কাজ করতে দেখা গেছে। তবু বিধিনিষেধ উপেক্ষা করে ছুটে যাচ্ছে মানুষ।