করোনাভাইরাস: নেত্রকোণায় একদিনে ৩ মৃত্যু, শনাক্ত ৮৬

নেত্রকোণায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত তিনজন মারা গেছেন।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2021, 04:37 AM
Updated : 25 July 2021, 05:03 AM

জেলার সিভিল সার্জন অফিসের মুখপাত্র চিকিৎসা কর্মকর্তা উত্তম কুমার পাল জানান, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়।

মৃতদের একজন দুর্গাপুরের বালিচান্দা গ্রামের ৫০ বছরের নারী। তিনি মারা যান দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

আর একই উপজেলার ফারংপাড়া গ্রামের ১০০ বছরের এক বৃদ্ধ ও পূর্বধলার শালদিঘা গ্রামের ৫৫ বছরের এক ব্যক্তি মারা যান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

এছাড়া জেলায় গত গত ২৪ ঘণ্টায় ৩০৭ জনের নমুনা পরীক্ষা করে ৮৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যার শনাক্তের হার ২৮ দশমিক ১ শতাংশ বলে উত্তম জানান।

তিনি বলেন, এ পর্যন্ত জেলায় ২ হাজার ৯৩৩ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৬৮জন।